ক্যাফে কাব্যে তন্ময় কবিরাজ

আমার পাশে তুমি

আমি দেখলাম তাকে
হাওয়ার মত নরম, ক্ষনিকের সুগন্ধ
আমি পকেটের ভেতর জল ঢেলে
ভিজিয়ে দিলাম দুপুরের সিগারেট
আমি তোমার সঙ্গে শপথ নিলাম
বেলফুলের বালিশে আজ সারারাত গল্প করবো

আমি শুধু দেখেছি, প্রশ্ন করিনি কোনোদিন
সাহস হয়নি গুনে দেখি চোখের আর কটা
পাতা অবশিষ্ট আছে?
একা লাস্ট লিফ আর গরম দুপুরে আমার
শরীরে উলের জ্যাকেট, রুমালে বাঁধা চাকরি
সঙ্গে মোবাইলের লাস্ট কলে ও’হেনরির নাম

আমি দেখেছি সে কথা বলছে
আমি দেখেছি ,সে কথা বলার আগে কথা ভেবেছে
তার একপাশে রবীন্দ্রনাথ,বুকে গীতাঞ্জলি
মুখে অবিরত গীতবিতান
আমি আড় চোখে দেখি বাপি বাড়ি যা
একা সৌরভের আমার পাশে লড়াই করছে এখনও

কারা এলো কারা গেলো?
খবর রেখেছি শুধু লাল জামা , নীল প্যান্ট ,
বুকে আকাশের পাখি উড়ে এসে বসে আছে
নকশায় – ভালবাসা ছবি ছিল একদিন
আজ মৃত সব , অসমাপ্ত বিড়িতে ভাঙা স্বপ্নের
নিকোটিনের শিল্পী হবো বলো অপেক্ষা করি
আরোও ছাই, ধুলো ঢাকা মৃণাল সেন
আমার কাপে চা,আড়ালে বিস্কুট ভেঙেছি
কবি এলে তার শব্দ চুরি করে তাঁকেই ধার দিয়েছি
পলিটিক্সের ভাবনা –

আমি দেখলাম তাকে
উঠে চলে গেলো সে
বলা হলো না আমি কে?আমিও জানি না
ঝড় এলে পাল ধরে গতি
স্রোতে ডুবে যায় দায়,ভেসে থাকে অবকাশ
শেষ পাতা হটাৎ আক্ষেপ,
আবার দেখা হবে নতুন গল্পে
আমার পাশে তুমিই এসে বসো।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।