সোনালী বেলায় পথিক সাজে মন
একটি বক্স, বক্সের মধ্যে তিনটি পুতুল
বর বউ আর বেলা
বউ কাপড় পরে বর আড়চোখে দেখে উল্টোটাও হয়
সাজ বাহারে পরিপাটি ভার্চুয়াল সকাল
বর বাজারে যায় বউ রান্না করে বেলা বৃষ্টিতে ভিজে
খেলায় খেলায় বিকেল ঘনিয়ে তিন সন্ধ্যে
পুতুলের মতো শুয়ে পড়ে
চাদরে ঢাকা নরম ছোঁয়াতে বিভোর
বাজের শব্দে আঁকড়ে ধরা
তারপর ক্রমাগত ছেলেবেলা
ছাতা মাথায় মা ডাকে অনিচ্ছা সত্ত্বেও চলে যেতে হয়
সোনালী বলে কাল আসবি
পথিক রাত মাপতে থাকে বর হতে তার ভালো লাগে
২| রূপরেখা
বহুদিন বেঁচে আছি শরীর প্রেম আর ঈশ্বর খোঁজে
আঁকতে চেয়েছি বারংবার
পরিণাম
প্রতিষ্ঠান হয়ে আছে……..
বিশ্বাস জোড়াতালি দেয়
রন্ধ্রে ক্রোমোজোম সিম্ফনি
শরীর কথা বলে
প্রেমকে ছুঁতে পারেনি কর্ম
ভুলিয়ে রেখেছে রূপ
ধর্ম দেখেছে ঈশ্বর অধরা………
৩| আহ্নিক
আলোটা নিভে না অসহ্য যন্ত্রণা
শরীর পাক খায় অন্ধকার খোঁজে
ফোটন খেলা ঘরে
ঝলমল করে পাহাড়
নদী উত্তাপ শিখরে
দৈনিক বিকেল হয়
পিছনে আলো সামনে গন্তব্য
সুযোগে কালপ্যাঁচা ডানা ঝাপটায়
জ্যোৎস্না শুয়ে আছে
কায়া দিয়ে আঁকা আলোর ছলাৎ
সূর্য আসতে অনেক দেরি
ততক্ষণ সুখ মেখে নেওয়া যাক……….
৪| উপকরণ
ব্যক্তিগত সভ্যতা আঁকলে ইচ্ছেগুলো উপায় হয়ে নাচে
কল্পনার দল বাস্তবায়িত হয় টাকার স্রোত বয়ে চলে
পরিপূরক মানুষটি কথা শুনে চারিদিকে অত্যাধুনিক আরাম
প্রাইভেসী ছায়াতলে নগ্নতা ডানা মেলে
অতি সুন্দর প্রেক্ষাপট
হাততালি উঠে আসছে
সবাই সাজানো সভ্যতা উপভোগ করতে চায়
বিপদ ঘনিয়ে বিভ্রাট শুরু
আসলে নিজের মত করে ভেবেছ
আমি চাইছি তোমার জায়গা কেড়ে নিতে
সমাজ ভেঙে গেল
সভ্যতা হাহাকার করে, হতাশার কান্না শোনা যায়
হদিস পাওয়া যাচ্ছে
প্রকৃত সভ্যতা একটি পরিবর্তনশীল আইটেম
সেখানে তুমি আমি পরিবেশ নৈর্ব্যক্তিক উপাদান মাত্র
৫| শব্দের গতিবিধি
মাধ্যম পাতা আছে কম্পাঙ্ক অনুভূত হয়
শব্দ চলেছে
বাদ বিবাদ কান্না হাসি দুঃখ সুখের অলিখিত একক
শব্দ ভাষার কাঁচামাল
আঁকে প্রেম করে নষ্টামি
সঞ্চিত প্রতিধ্বনি ভদ্রতা ছড়িয়ে সিণ্ডিকেট গ্রহণ করে
শব্দ কেবল শব্দ নয় ইশারা আঘাত অঙ্গভঙ্গি
নানা মাধ্যমে চলে
ভাত চুঁয়ে যায় মন মুখ চোখ নাক বুঝতে পারে
নিজস্ব স্বরলিপি জীব জড় সকলের আছে
পরিস্থিতির জানকারি বলতে থাকে কথা
কাঁসার থালাটা ঝনন করে মড় মড়াৎ করে ডাল
শব্দ আঘাত মাপতে পারে কতটা ক্ষতি হয়েছে জানে
মৌল যৌগ ব্যক্তি বস্তু প্রতিটি কণা মনোভাব প্রকাশ করে
চেনা পরিবেশকে অনর্গল আওয়াজে ভরিয়ে তুলে