কবিতা সিরিজে তুলসী কর্মকার

বাইনারি
দিগ্বিদিক থিওরি সাজে
অন্ধকার গহ্বর মাঝে
এক দল ডাটা ছুটে
বাইনারি সংখ্যা তাতে
প্রোটোকল ক্ষরণ করে
আঁধার গোলক বিদ্ধ হলে
তথ্য রস গড়ে চলে
অজানা সংকেত
যোগ শেষে ভাবমুর্তি
শূন্য নতুবা এক……..
দর্পণ
১
তিনি
চেষ্টা করছেন
অনুপ্রেরণা উৎসাহ
দিকেদিকে হাততালি শোনা যায়
২
আপনি
করতে যাচ্ছেন
নিন্দা বাধা বিপত্তি
দোষারোপ অপেক্ষা করে আছে
৩
আমি
করে চলেছি
সমালোচনা স্থগিত
অবহেলা উদাসীন অনাগ্রহ পিছু নিয়েছে
ক্রমানুসারে উত্তল অবতল সমতল অসদবিম্বদয়
যাপন সম্পাদনা করেন
ইউনিক
আমার আত্মকথা ক্রোমোজম সমন্বয়ে গঠিত
অহংবোধ পরিবেশ দ্বারা পরিচালিত
প্রেম তোমার ইচ্ছের উপর প্রতিষ্ঠিত
প্রতিটি পাওয়া সমাজের সাথে যোগযুক্ত
তবুও চেনা সাজে অচেনা ছবি আঁকতে
অস্মিতা এক এবং অদ্বিতীয়
ব্যভিচার
ইচ্ছে প্রতিফলিত হয়
প্রশ্ন জাগে
আপেক্ষিক সত্যির মাঠে
যুবতী দেখলেই একই ইচ্ছের পুনরাবৃত্তি হয়
অজ্ঞাত
তলিয়ে দেখেও প্রণয়ের অনন্য শরিক চাইলে
হতবাক
সামনে পিছনে দেখি মন অন্য কথা বলে