একটা ফুল ডেকে আনল
একটা প্রজাপতি
শিমুলের ডাল ডেকে আনল
কোকিলকে।
ফুল, প্রজাপতি, হৃদয় মেলে দেয়া
শিমুল ওকোকিলের জলসার সুর
ওয়াজের মাহফিল থেকে মিষ্টভাষী হুজুরের শিরিন জবানের মত ছড়িয়ে পড়ল সারা পাড়ায়।
পার্কের কোনাকানচিতে গাঁদা ফুল গুলো গায়ে হলুদ মেখে ঘুরঘুর করছে।
আমার ফালগুন চলে গেছে নিদ্রামগ্নতায়।
চৈত্রের দাবদাহ উপেক্ষা করে
রমজানে সেহরি খাওয়ার ডাক রত পুরান ঢাকার ছেলেদের মত
কোকিল তার সর্বশক্তি প্রয়োগে ডাকছে কুহু কুহু কুহু।
আমাদের ছোট্র খুকি হলুদে লালে মিশে গেছে প্রকৃতির সাথে
আমাকে ডেকে বলল বাবা
আমি তাকাতেই ফিক করে হেসে ওঠল খুকি
হেসে ওঠল চৈত্রের একটা রৌদ্রপ্রখর দুপুর
হাসির গমকে আছড়ে পড়ে সমগ্র প্রকৃতিতে একটি পরিপূর্ণ বসন্ত।
ছুঁড়ে ফেলা পান শেষে পানির বোতলের মত
ঝেড়ে ফেলে সমস্ত ঘুম
কোকিলের সুরে সুরে
আমিও হয়ে গেছি বসন্ত বাউল।