কাব্য কথায় তনিমা হাজরা

আমি তনিমা হাজরা। লিখি কবিতা, গল্প, অনুগল্প, মুক্তগদ্য, প্রবন্ধ।
অণুকবিতা Series  ৭
(১)
আমার দুহাত দিয়ে জড়িয়ে নেব সব কাদামাটি, হয়ত তার কিছুটা মেকি, হয়ত তার কিছুটা খাঁটি।।
(২)
তুই সেই বালিচাপা ইচ্ছে,
যে সব প্রশ্রয় দিচ্ছে, মুখঢাকা সত্যের ঢাকনিটা খুলতে,
এতদিন সব সয়ে মরে থাকা,
এককোণে অযত্নে বিবর্ণ পড়ে থাকা ধূলোভরা আমিটাকে ঘসেমেজে চকচকে করে রোজ তুলতে।।
(৩)
প্রজ্ঞার বেদনা সেখানেই
যখন অজ্ঞ অচলায়তন
তাকে
সমালোচনায়
বিদ্ধ করে ।।
(৪)
টিনের আওয়াজ,
দিনের শুরু,
ভোরের উপর পুরু আলো।।
(৫)
ঘুম ভাঙলে,
প্রথম কি ভাবলে,
মন মলাট ওল্টালো।।
(৬)
গোরস্থানের কবরের পাশে বসে
ছেলেমেয়ে দুটি আকন্ঠ চুমু খাচ্ছিল,
দূরের গাছের ঘুঘু পাখিটা দেখছে রোজ,
কখনো জীবনের মাটিতে মিশে যাওয়া,
কখনো মৃত্যুর দুর্বার বাঁচতে চাওয়া।।
(৭)
মেয়েটি কফিমগ হাতে ল্যাপটপ খুললো।।
এক্সেল সিট অন্তর্জালে পেরোচ্ছে আন্তর্জাতিক সীমানা,
পর্দায় ভেসে ওঠা মুখেরা ছোঁয়াচ বাঁচিয়ে যাবতীয় দরকারী কথা সেরে ফেলে।।
(৮)
সহজ অতীত ছিল না বলেই
পায়ের জমি এতটা দৃঢ়,
ক্ষতের ক্ষতি পাড়ের বাঁধন
সামলে রাখে ভগ্ন মীড়ও।।
(৯)
সত্যি করে বলতো হীরের নাকছাবি,
ভালবাসার লোভ দেখিয়ে
আর কতো ব্যথা চাখাবি??
(১০)
আড়ালে যারা নিন্দে গায়,
মাড়ালে তাদের কাঁটার স্তূপ,উঠবো আমি উচ্চতায়,এখানে মুক্তি, এখানে ব্যাপ্তি, এখানে সব শব্দ চুপ ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।