প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে তনিমা হাজরা
by
·
Published
· Updated
চোখে চশমা, হাতে পেন্সিল
ভালবাসার স্বাদ পেয়েছিস? দারুণ মিঠে না খুব তেতো
বয়ঃসন্ধি কৌতুহলী বয়েম খুলে আচার খেতো।
ভালবাসার প্রকৃতি কি? কোমল নাকি ভীষণ রাগী,
ক্রিকেট ব্যাটে ছক্কা হেঁকেও কারো জীবন ঘোর বিবাগী।
ভালবাসার আকার জানিস? দারুণ কৃশ না খুব স্থুল,
কাঠকুটোতে লাগলে আগুন ছাই হয়ে যায় শরীরগুলো।
ভালবাসার রঙ জেনেছিস? বেগুনি না পাটকিলে,
দুটি পাখি মারা কঠিন, ঠিক নিশানায় একই ঢিলে।
ভালবাসার তাপ কি জানিস? মাইনাসে না প্লাসের ঘরে,
কেমন তুকে জ্বর নেমে যায় কেমন গুণে পারদ চড়ে।
ভালবাসার ঘনত্ব কি? হালকা নাকি খুব গুরুভার,
প্রতিফলন অনুপাতে সূর্য রশ্মি কতটা তার।
ভালবাসার কক্ষপথের জানিস আদত আকার কি?
কত ডিগ্রি হেললে পরে থালায় করে প্রেম বেড়ে দি।
ভালবাসার জলবায়ু চরম নাকি আরামপ্রদ,
উষ্ণায়নে গলবে বরফ নাকি থাকবে যথাযথ।
ভালবাসার পরিক্রমণ দ্রুত নাকি শ্লথ গতি,
ব্যাংকে জমায় লাভের কড়ি,
নাকি নিফটিতে তার নিম্নগতি।