আমি তনিমা হাজরা। লিখি কবিতা, গল্প, অনুগল্প, মুক্তগদ্য, প্রবন্ধ।
অনুগল্প
(১)
ধর্ষিতা মেয়েগুলিকে নিয়ে যেসব প্রতিবাদীরা সোচ্চার হচ্ছেন,
তাঁদের মধ্যে সত্তর শতাংশই বেকড চিকেন পছন্দ করেন,
কাসুন্দি মাখিয়ে চিবোতে চিবোতে তাঁদের লালা শোণগঙ্গা হয়ে ওঠে।
গরম ভাজা জিভে পড়লে কার চোখের ডায়ামিটার কত হয় সামনে দাঁড়িয়ে থাকা মানুষ ছাড়া সেকথা আর কে দেখেছে।।
*********** (২)
কামাখ্যা মন্দিরের চাতাল মরা পায়রার দেহে ভরে উঠছে ক্রমশঃ।
মুক্তি কে চাইছে আর কে পাচ্ছে সেসব ঝামেলায় না গিয়ে বাবা লিঙ্গেশ্বর ছিলিমে ঠেসেঠুসে গাঁজা পুরে টানতেই ব্যস্ত।।
তুলাপাত্র ডুবে যাচ্ছে রজঃশ্রাবে।।
************ (৩)
ঘেমে-নেয়ে গরম মাংসের ঝোলের ডেকচি নামিয়েছে মিল ও পাইস হোটেলের বিলাসীবালা।
পাতে পড়লে খদ্দের কি চাটান চাটবে তা ভাবতেই দু চারফোঁটা ঘাম টুপ টুপ করে ঝোলে পড়ে গেল।
একবার ঘামেঝোলে মিলেমিশে গেলে কে আর ধরতে পারছে মাইরি।।।