কাব্য কথায় তনিমা হাজরা
by
TechTouchTalk Admin
·
Published
· Updated

আমি তনিমা হাজরা। লিখি কবিতা, গল্প, অনুগল্প, মুক্তগদ্য, প্রবন্ধ।
অণুকবিতা Series ৫
(১)
আমারও এককালে একটা বোকা বোকা ইচ্ছে ছিল, কেউ তার ওয়ালেটে
আমার ছবি রাখবে আর মনখারাপের দিনে খুলে দেখবে।।
(২)
দূরের আলোর বিন্দু বড্ড
তীক্ষ্ণ লাগে, অন্ধকারের ছিদ্র স্পষ্ট দেখা যায়।।
(৩)
আয় তোকে ঘুম বেড়ে দিই
দুচোখের কোলে, আয় মুখোমুখি
অনাবৃত মুখ নিয়ে বসি মৃত্যুভয় ভুলে।।
(৪)
জমাট মেঘ ছিল,ঝুপ করে একখন্ড
বেড়াল নেমে এলো, তারপর……
ঝড়, ঝড় আর ঝড় ।।
(৫)
কে কখন কী
খুলে খায়,
অসময় জানে।।
(৬)
সহজলভ্য
আমি তার কাছে,
সে কি এই সহজের মানে বোঝে??
(৭)
প্রত্যহ ঝাঁটপাট,
পুরোনো ময়লা সরিয়ে
নতুন ময়লার জন্য স্থান সংকুলান।।
(৮)
নখ বাড়ে, চুল বাড়ে,
ধৈর্য্য বাড়ে,
আয়ু মুচকি হাসে ।।
(৯)
অন্ধ কার?
অন্ধকার তো অন্ধের
একার।।
(১০)
মফঃস্বলের ভিতু মেয়ে
বিবাহে থিতু ভাত-ভবিষ্যৎ
তারপর আর কি? সেই বাঁধা গৎ।।