কল্পিত নকশায় কোনো ষড়যন্ত্র ছিল না
পেছন থেকে দুটো হাত
চোখ দুটো চেপে ধরে নরম লতার মত
আর প্রিয় অন্ধকার নীল নয়
নীলাভ আভার আক্রান্ত উচ্ছাসে
বলেছিল মনে হয়
আঙুল দিয়ে টিপে টিপে পরখ করে নাও
চক্ষু কোটর ভ্রু নাক নাকের ফুটো
কিছুটা কপাল মস্তিষ্ক আর
মস্তিষ্ক যন্ত্রের ওপর পরিভ্রমণ রত উদ্ভিজ্জ
হাওয়ার প্রবাহ
এসব চাপা শ্রাব্যতার নিকটলগ্নতায়
ছায়াময় ঈর্ষা জ্বলন অন্ধকার
আরও চঞ্চল ছবি আঁকে দেয়ালে
সেসব ছায়া মর্মরিত চিত্রবানী
ভবিষ্যতের দুর্লভ সৌন্দর্যের স্বপ্নপক্ষে
চিত্রিত পাতার ডানায় উপাস্য হতে চায়
উষ্ণ শোণিত প্রাবল্যে
আমার সপ সপে শেকড় মৃত্তিকায়
সেই চেপে ধরা আঙুলের নক্ষত্র চিহ্নিত নখ
আমার চোখের মধ্যে গাছ পুঁতে দিলে
অন্ধকার চরিত্র ডানা ঝাপটায়
মৃত্যুর আগে ছায়া
পাখি হতে চায় সবুজ পিপাসায়।