কবিতাগুচ্ছে তৃণাঞ্জন গঙ্গোপাধ্যায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
১। যন্ত্রণার কাছে অঞ্জলি
যে আগুন চিবিয়ে খেয়েছে
কি পীড়া দেবে তাকে !
সেখানে যে ফুল ফুটে আছে
পাথরের মতো শোকে
এই যন্ত্রণা যতদিন
বেঁচে থাকবে
শব্দরা ততদিন তোমার
কাছে আসবে
বোধের অনন্য গভীরতায়
তোমাকে নিয়ে যাবে
জীবনের অনেক অতলান্ত
তোমায় দেখাবে
তাই ভস্ম হয়েও না
কোন যন্ত্রনায়
নিরাপত্তা খুঁজোনা
কোন মন্ত্রণায়ে
যন্ত্রণার পায়ের কাছে
নতজানু হও
দু হাত পেতে
আরও যন্ত্রণা চাও
২। দ্বিতীয় জন্ম
আজ কেন এতো আলো
আকাশে ?
আজ কেন এতো সৌরভ
বাতাসে ?
ওরা কী জানেনা
সে চলে গেছে চিরতরে
উড়ছে কিছু খই
তার দালান, তার ঘরে
এতো নির্বিকার কেন
সামনের ঐ পথটি!
তবু কেন ধারাবাহিক
পাশের নদীটি !
চূড়ান্ত অবসাদে ডুবে গিয়ে
এইসব দেখছি
শুকিয়ে যাওয়া কান্না মেখে
এইসব ভাবছি
হঠাৎ হেসে উঠলো
নদী ও আকাশ
বলে উঠলো
পথ ও বাতাস
তুমি জানোনা দর্শক
মাতৃগর্ভ যেমন জন্ম দেয়
চিতার আগুনে মানুষ
আরেক জন্ম পায়
তুমি শুধু বিশ্বাসী
প্রথম জন্মে
ঢালোনি নিজেকে তাই
গভীর কর্মে
প্রবেশ করো ইতিহাসের শরীরে
জড়িয়ে নাও তাকে
দেখতে পাবে অনেক যুগ আগে
হারিয়েছ যাকে