হৈচৈ কবিতায় তনুশ্রী ঘোষ

সবাই মিলে
সকাল হলেই মেঘ সূর্যের
লুকোচুরি খেলা
চারিদিকে ঢাকের বুলি
কাশ ফুলেরই মেলা।
দিন পনের বাকি আছে
বাজছে কেন ঢাক!
মা বলল মন দিয়ে পড়
নাচানাচি রাখ।
যেই না পড়ায় মন দিয়েছি
অমনি দেখি আমি
ফোকলা হেসে ঠাম্মী বলে
আসছে মামা মামী!
শিউলিতলা হাতছানি দেয়
বাজছে আগমনী
দুর্গাপুজোর চারটি দিনই আমি এবার রাণী।
নতুন জামা নতুন জুতো
হরেক প্রসাধনী
কাকা কাকী মামা মামী
আর কি আছে দামি!
শম্ভু,ক্ষ্যাপা,বিন্নি,পুতুল আয় না সবাই ওরে!
সবাই মিলে নাচব এবার
দুর্গামায়ের দ্বোরে।