কবিতায় ত্রিদিবেশ দে

দেখেছি সেই শিশু
আমরা দেখেছি সেই শিশু,
যে শিশুর ভবিষ্যৎ কি সে নিজেই জানে না।
আমরা দেখেছি সেই শিশু,
যে শিশু যার নতুন জামা পরার ইচ্ছাটি পূরণ হয়নি।
আমরা অনুভব করেছি সেই শিশু,
যে শিশু দ্বারে দ্বারে ঘুরেও একবেলা পেট পুরে খেতে পারেনা।
আমাদের কাছে ভেসে এসেছে সেই শিশু,
যে শিশু একা রাস্তায় হাঁটতে বার বার পিছু তাকায়।
আমরা দেখেছি সেই শিশু,
যে শিশু একটু খাবারের জন্য ডাস্টবিন ওলট পালট করে।
আমরা দেখেছি সেই শিশু,
যে শিশু স্বপ্ন দেখত দেশের মঙ্গলের জন্য।
আমাদের কাছে ভেসে এসেছে সেই শিশু,
যে শিশু চোখে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখত।
আমরা অনুভব করেছি সেই শিশু,
যে শিশু হিম বাতাসে মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমায়।