T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় ত্রিদিবেশ দে

মা আসছে

শিউলি ফুলের গন্ধ , জানিয়ে দেয় – মা আসছে
আগমনী সুর কানে এলে, জানিয়ে দেয় – মা আসছে।
মাঠে মাঠে শুভ্র বরণ কাশ ফুল, জানিয়ে দেয় – মা আসছে
শঙ্খ কাঁসর ঢাকের শব্দ, জানিয়ে দেয় – মা আসছে।

সুনীল উদার রোদ্দুর, জানিয়ে দেয় – মা আসছে
স্বস্তি দায়ক বাতাস, জানিয়ে দেয় – মা আসছে।
ধানের ক্ষেতে থৈ থৈ জল, জানিয়ে দেয় – মা আসছে
বকুল টগর শিউলি ফুল, জানিয়ে দেয় – মা আসছে।

নরম ঘাসে ভোরের শিশিরাঘাত, জানিয়ে দেয় – মা আসছে
কাশবনী দোলনা দোলা, জানিয়ে দেয় – মা আসছে।
কৃষ্ণচূড়া ফুলের সুবাস, জানিয়ে দেয় – মা আসছে
গভীর নীল আকাশ, জানিয়ে দেয় – মা আসছে।

শিশিরস্নাত শিউলি সুবাস, জানিয়ে দেয়- মা আসছে
ঘাসের কানে কানে গুন গুন, জানিয়ে দেয় – মা আসছে।
কাশফুলে ভরা নদীর দুই পার, জানিয়ে দেয় – মা আসছে
বিজলী বাতির তীব্র আলো, জানিয়ে দেয় – মা আসছে।

সূর্য স্নাত ভোরের আকাশ, জানিয়ে দেয় – মা আসছে
শরৎকালের রোদের ঝিলিক, জানিয়ে দেয় – মা আসছে।
শ্রাবণ ভাদোরের দাপুটে মেঘগুলো, জানিয়ে দেয় – মা আসছে
শিউলি ফুলের গন্ধ, জানিয়ে দেয় – মা আসছে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।