কবিতায় টোটন দাস

লঙ্কা কান্ড
লঙ্কা কান্ড শুরু
আগুন কাঁচামালে
উচ্ছে থেকে ঝিঙে
কিচ্ছুটি নেই পালে৷
বরবটি একশো ছুঁয়েছে
গাজর থমকে ষাটে
জীবনধারন পাল্টে গেছে
বাজার উঠেছে লাটে৷
চন্দ্র মুখী পঁচিশ হয়েছে
জ্যোতি চলে গেছে কুঁড়ি তে
জারি করা দাম দিতে হবে
লাভনেই জোরাজুরিতে৷
ঢেঁরশ বেগুন সব জ্বলছে
ছেঁক দেয় ছুঁলে আদা
কি আর বলবো যা বলছি
খুব সিরিয়াস দাদা৷
কাঁকরোল একশো কুঁড়ি
শশা কিনলে আশি
দামে কোনো হেরফের নেই
টাটকা কিংবা বাশি৷
লঙ্কা কান্ড ঘটেই চলেছে
মরিচ হচ্ছে লাল
মধ্যবিত্ত বাজারের ব্যাগে
একেবারে নাজেহাল৷