কবিতায় বলরুমে তনুশ্রী দেবনাথ

স্মৃতি কাহন
রাত বাড়লেই চোখের কোলে বিষাদ
ডুব দেয় সুখ অতীত স্মৃতির অন্দরে
তুমি তুমি করে কাটানো স্বপ্ন বেলা
আজো হাতরাই নামহীন সেই বন্দরে।
সব টাই বুঝি তবু না বোঝার ভান
ভবিতব্য জানা ছিল সেই দিনই
জেনে বুঝেও বিষ করেছি পান
হারানো সময় ফিরবে না আর কোন দিনই।
দিন শেষে সব পাখিরাই ফেরে নীড়ে
তুমিও ফিরেছ নিজের সাজানো ঘরে
তবু খুঁজে মরি শত মানুষের ভিড়ে
সুখ স্মৃতি যত ঝুলিতে রেখেছি ভরে।