কবিতায় তাপস দাস

একপশলা
তোর জন্য একপশলা
বৃষ্টি পাঠাই, চিলেকোঠায়…
ঠিক তুই যেমনটি চাস…
তেমনই ভিজিস বৃষ্টি-ছিটায়
যে-পাখি শুকনো ডানায়
বসে আছে অনন্তকাল…
সে-ও না-হয় একটু ভিজুক
কাটিয়ে তীব্র খরা’র কাল…
রাস্তা না-হয় একটু থামুক…
গাছের গায়ে জলের দাগ,
আঁকুক ছবি… বিমূর্ত হোক
নাই-বা বাজলো বর্ষার রাগ…
তোর জন্য একপশলা
বৃষ্টি পাঠাই, ঘরের চালে…
ছেঁকে নিবি, শব্দ থেকে
বৃষ্টিটুকু চোখের জলে–
হৃদয় তো আর এমন নয়…
অঙ্ক কষা যোগের ফল।
নিরুদ্দেশ যাবি ভেবেই…
মেঘের সাথে মন-বদল…
কোন ঠিকানা… ভিনদেশ?
অথবা কোনও অচিন গাঁও–
একপশলা বৃষ্টি দিলাম
মন-নদীতে ভাসাও নাও ..