কবিতায় ত্রিদিবেশ দে

শুধু ফাঁকা পেটের আর্তনাদ
শুধু ফাঁকা পেটের আর্তনাদ
দিনরাত খালি গায়ে ঘুরে বেড়ায়,
যেন কত জন্মের অপ্রাপ্তি বিষন্ন দুটো চোখে
ভুকা পেটে তুষার আগুন।
ফেন দাও ফেন দাও……সাথে শুধু নুন
চাল নেই চুলো নেই, আছে শুধু বাঁচার তাগিদ
শুধু ফাঁকা পেটের আর্তনাদ।
ভীষণ তৃষ্ণায় ফুটে উঠেছে ফেন দাও ফেন দাও
দূর থেকে ভেসে আসা রান্নার গন্ধ,
চোখ বাঁকানো দুপুরের রোদে
শুধু ফাঁকা পেটে আর্তনাদ।
পোড়া রুটির ঘ্রাণ, গরম ফেনের গন্ধ
ভীষণ তৃষ্ণায় ফুটে উঠেছে ফেন দাও ফেন দাও।
মস্তিষ্কে বিকৃত যন্ত্রণার দুঃখ দুর্দশা
খিদের জ্বালাতে লাল কালির আঁচড়,
শুধু ফাঁকা পেটের আর্তনাদ।
ফুটপাতে হেঁটে চলা পা দুটো
যেন ডুবন্ত সূর্যের অস্তমিত শেষ আলো।