কবিতায় ত্রিদিবেশ দে

ইচ্ছে
ইচ্ছে করে, নীল আকাশে মন খুলে গান গাই
ইচ্ছে করে, চাঁদ ছুঁয়ে বাড়ি বানাই।
ইচ্ছে করে,ভোরের শিশিরবিন্দুর মাঝে গা ভেজাই
ইচ্ছে করে, রংধনু রংটি দিয়ে ছবি আঁকি ।
ইচ্ছে করে, সাদা মেঘের ভেলায় ভেসে বেড়াই
ইচ্ছে করে, পূর্ণিমা রাতে আলো ছড়াই।
ইচ্ছে করে, অজানা দেশে এফোর ওফোর করে বেড়াই
ইচ্ছে করে, অথৈ জলে সাগর তলে যাই।
ইচ্ছে করে, জানলা দিয়ে আকাশ দেখে যাই
ইচ্ছে করে, চুপটি করে বসে থাকি একটি ঘরে।
ইচ্ছে করে, মেঘলা দিনে বৃষ্টিতে ভিজে কাদা মাখি
ইচ্ছে করে, খোলা আকাশে একটা কবিতা লিখি।
ইচ্ছে করে, জোনাকি পোকার আলোতে স্বপ্ন দেখি
ইচ্ছে করে, তোমার সাথে হাত ধরে এদিক-ওদিক ঘুরি।
ইচ্ছে করে, হৃদস্পন্দনে ধুক ধুক শব্দ শুনি
ইচ্ছে করে, মুক্ত বাতাসে প্রেমের গল্প বলি।
ইচ্ছে করে, রোজ সকালে বকুলতলায় বসি
ইচ্ছে করে, নব সংসারে মেঘ চেরা রোদে আনন্দ দিয়ে যাই।
ইচ্ছে করে, বিকেলের শেষ আলোয় পাল তোলা নৌকায় যাই
ইচ্ছে করে, শত গোলাপের পাপড়ি দিয়ে তোমায় লিখে যায়।