কবিতায় তাপস দাস

বসন্ত সুর
দখিন বাতাস ঢেউ তুলেছে,
দমকা হাওয়া… সঙ্গে নিলাম…
সোনাঝুরির পথ ধরে…
আজ যদি তোর সঙ্গী হতাম!
দিনটা হতো ওলোট পালট,
আলতো করে হাতটি ছোঁয়া
পলাশ আগুন গোধূল রঙে
মুখ টি হতো লাজে ধোয়া…
কতই কী না বলে লোকে,
নিন্দুকেরা নিন্দা করে
অনামী সেই নদীর বাঁকে
কৃষ্ণচূড়া হাওয়ায় ঝরে…
চোখে তে চোখ, পলকহীন
হঠাৎ যখন সন্ধ্যা নামে…
ভাবনা আখর সাজিয়ে রাখি
বন্ধ মুখের হলদে খামে।
এ ভাবনা তো মুহূর্তের নয়,
চলছে এমন অনন্তকাল…
মগজ জুড়ে জলতরঙ্গ
বসন্ত-সুর বিছায় এ জাল।