কবিতায় বলরুমে ত্রিদিবেশ দে

না ছুঁয়ে নয়, বরং ছুঁয়ে…
না ছুঁয়ে নয়, বরং ছুঁয়ে…
তোমাকে শুধুই শরীর হিসেবে নয়—
শরীরের ত্রুটিকে ভালবেসেছে,
মানুষ হিসেবে ভালোবেসেছে।
সম্পর্ক মানে শুধু চ্যাট নয়,
লুকানো আলিঙ্গন নয়—
না ছুঁয়ে নয়, বরং ছুঁয়ে…
সম্পর্ক মানে বোঝা নয়,
সম্পর্ক মানে স্পর্শ,
সম্পর্ক মানে সংযম
সম্পর্ক মানে যত্ন।
দেহ স্পর্শ মানেই প্রেম নয়,
আর প্রেম মানেই দেহ নয়।
ভালোবাসা মানে শরীরকে সম্মান করা,
না ছুঁয়ে নয়, বরং ছুঁয়ে…