কাব্যানুশীলনে তপন চক্রবর্তী

বাস্তব উদাহরণ
যিনি সত্যের পথে সদা হাঁটেন,
তিনি প্রতিনিয়ত শুধু দৈন্য দশায় ভোগেন!
তার কাছে অর্থ সম্পদ মূল্যহীন
শুধু আত্মসম্মান চিরকাল তিনি আগলে বাঁচেন।
সত্যের সঙ্গী পাওয়া বড়ই কঠিন!
মিথ্যুকের বন্ধু হয় নিত্য নতুন প্রতিদিন।
মিথ্যার ধোঁয়ায় সত্য হয় বিলীন;
তবুও সত্য কখনোই হয়না যে মলিন!
মিথ্যার স্বাদ হয় সাময়িক মিষ্টি,
সত্যের পথে আছে ধৈর্য্যের অসীম দৃষ্টি;
দৃষ্টির শেষে নিশ্চিত বিজয়ের বৃষ্টি।