কবিতায় তপতী চ্যাটার্জ্জী

রাখী পূর্ণিমা
বাতায়নে দাঁড়িয়ে মেয়ে অন্যমনে
দূরের আকাশে রাখী পূর্ণিমার
উজ্জ্বল চাঁদের স্নিগ্ধ ঝলক।
মাঝে মাঝে ঝিরি ঝিরি বৃষ্টি
চোখের জলের সাথে একাকার
আজ তার মনে ও আঁধার
ভাই তার সরে গেছে দূরে
চাঁদের মতন শতেক যোজন
চাইলেও ছুঁতে পারা যায় না।
মনে পড়ে ছেলেবেলার কথা
দুষ্টুমি, হাসি,খেলা সারাবেলা
গলাগলি মান অভিমানের পালা।
কোন এক কালো ছায়া হয়েছে
দেয়াল সম্পর্কের মাঝে আড়াআড়ি
ফাটল বাড়ে নীরব অভিমানে রোজ।
চোখে জল দাঁড়িয়ে থাকে মেয়ে
রাখী হাতে চাঁদের দিকে চেয়ে
বাতাস ফেরে বাদলের গান গেয়ে।