দিব্যি কাব্যিতে তথাগত চক্রবর্তী

অভিমান…
ঘরের কোনো আলো জ্বলেনি আজ…
সব জোনাকি গেছে অন্য দেশে…
অন্ধকারে ডুব দিয়েছো তুমি…
চোখের জলে বালিশ গেছে ভেসে।
খোলা চুলের গন্ধ ঘরময়…
চিরুনি আজ বন্ধ করা আছে…
মনের ভিতর পাথর চাপা ছিল…
তাই এসেছো অন্ধকারের কাছে।
অন্ধকারও চাদর হয়ে গিয়ে…
ঢাকছে তোমার কান্না ভেজা চোখ…
রাতের বেলা একলা ঘরে তুমি…
চাইছো যেন তুমুল ঝড় হোক।
উড়িয়ে নিয়ে যাক সমস্ত স্মৃতি…
ঝুটো সুখের সকল দিন উড়ুক…
আগের যতো নকল রঙিন দিন…
এই সন্ধের অভিমানেই পুড়ুক।