কাব্যানুশীলনে তনুশ্রী বসু (পাত্র)

শিল্পের আড়ালে শিল্পী
বছর দুই আগে গিয়েছিলাম হস্তশিল্প মেলায়,
দেখলাম, বছর পনেরোর একটি মেয়ে আঁকছে
পটে, মা লক্ষ্মীর ছবি, গায়ে তার বিবর্ণ জামা,
মাথার চুল উস্কো খুস্কো, পায়ে চটি নেই, একমনে পটে
ছবি এঁকে চলেছে, জিজ্ঞাসা করলাম, কত দাম ওই
ছবিটার?
উত্তর না পেয়ে, আবার প্রশ্ন করি “কিরে শুনতে পাচ্ছিস”?
হত চকিত হয়ে উত্তর দিল, তিরিশ টাকা, আমি অবাক!
সে কি রে, মাত্র তিরিশ? পেছন থেকে ওর বাবা চেঁচিয়ে
বলল, না, না, ভুল বলেছে,”ওটার দাম একশো হবে”,
মেয়েটির কোন ভ্রুক্ষেপ নেই, একমনে পটেতে চক্ষুদান
চলছে,
ওর বাবা বকছে,”তুই কিছু খাবিনা”? কোন উত্তর নেই,
স্তব্ধ, নির্বাক।
গায়ের রঙ মাঝারি, একমাথা ঝাঁকড়া চুল, মুখে পড়ছে,
কি অদ্ভুত একাগ্র মনে! পটে ছবি আঁকছে, দেখে বুঝলাম,
জাত শিল্পী,
মনেমনে ভাবছিলাম কি বা দাম পায় ওরা?
পটের আড়ালে এই শিল্পকে কেউ চিনবেনা,
মনেমনে আশীর্বাদ করলাম, বেঁচে থাক শিল্পী,
তুমি সৃষ্টি করে চল, যুগ যুগান্ত ধরে অবিরত…….
“শেষ হবার পর, ছবিটা কিনে নিলাম
আর, ওর বাবাকে যোগাযোগ, করতে বলে এলাম,
এই যে পটের অন্তরালে, শিল্পী, এদের খোঁজ রাখে কে?
এমন কত শিল্পীই সৃষ্টির আড়ালে লুপ্ত হয়ে যায়…..