কবিতায় তানিয়া ব্যানার্জী

তৃপ্তি
কখনো সখনো কিচেন বন্ধ রাখাও জরুরি।
কাঁহাতক মাছ আর মায়ের হাতের খাসির ঝোল!
চিংড়ি, পোলাও, শুক্তো, ইলিশকোল?
মাঝে মাঝে চুলহা নিভিয়ে ঘুম দেওয়াটাও প্রগতির মধ্যেই পড়ে।
অতঃপর! স্বাদ বদলে পরিবেশিত হোক মেদুবড়া, পুনুগুলু, উত্থপম,
ইলাইচি-পনির, সয়া-টিক্কা, সাম্বরম।
লম্বা ঢেকুরের পর —
একখিলি পান লাগে বাপু!
সামান্য তিনশো বিশ দিয়ে।