T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় তন্দ্রা বোস

চিৎকার
চাই বিচার চাই বিচার
গগনস্পর্শী শুধু হাহাকার
চাই বিচার চাই বিচার
কর চিৎকার কর চিৎকার।
ও মেয়ে তোর হারাবেটা কি?
লাঞ্ছিতা তুই বারবার
মান ইজ্জত কিছু নেই বাকি
চাই বিচার কর চিৎকার।
দিন মোদের রাত মোদের
যেখানে ইচ্ছে সেখানে যা
শুধু শোক নয় নয় হাহাকার
চিৎকার কর, কর চিৎকার।
ও মেয়ে তোর যাপন কথায়
দখলদারি হবে না তো আর
মুক্ত আকাশ আমার চাই
কর চিৎকার ও মেয়ে তুই কর চিৎকার।