T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় তুষার ভট্টাচাৰ্য

আগমনী গান বেজে উঠলেই
গাঁ – গঞ্জের মেয়েরা ঘেমে নেয়ে কাজে যায় মাঠে ঘাটে ,প্রান্তরের ইটের ভাঁটায়
গাঁ -গঞ্জের মেয়েরা লাশ হয়ে প্রতিদিন ভেসে যায় অন্ধকারে নদীর কিনারায় ;
তখন ওই তালসারি শ্রাবণ মেঘের দু’চোখ থেকে অবিরল অশ্রু বৃষ্টি ঝরে পড়ে
তবুও মেঘ শরতের ধবল কাশের বনে আগমনী গান বেজে উঠলেই উমা আসে মণ্ডপে, ঘরে ঘরে
গাঁ গঞ্জের অভাবী মেয়েদের দু’হাতে উমা যদি তুলে দেয় খড়্গ আর ত্রিশূল
তবে নারীঘাতী অসুররা এই পৃথিবী থেকে হতে পারে নির্মূল !