ক্যাফে কাব্যে তুষার ভট্টাচার্য by TechTouchTalk Admin · March 20, 2021 ভোরের কৈশোর দিনাবসানের সব আলো মুছে গেলে রুপোলি ডিমের মতন গোল চাঁদের আলোয় ভেজা স্মৃতির জানালায় কেবলই উড়ে আসে অফুরান স্বপ্ন মাখা ভোরের কৈশোর আর তেপান্তরের মাঠে লাটাই হাতে রঙিন ঘুড়ি ওড়ানো হলুদ দুপুর। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love