T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় তন্দ্রা ভট্টাচার্য্য

মোহন গঞ্জের বসত বাড়ি
আমাকে একটা গান শোনাতে পার কেউ?
সেই দূর আলোটাকে একটু কাছে এনে বসাতাম।তিন তালের গান হলে ভালো হয়। সহজেই ধরতে পারবে ছন্দ।ওর তো নিজের দুচোখ আছে কিন্তু ভীষণ নেতিয়ে গেছে।যে কথায় আছে রেবতী নক্ষত্রের আঁখি তেমন কোনো চোখ এনে দাও
ওর কপালে।
দুধকলা ফলাহারের মতো ওকে মাখামাখি ভালোবাসি।ও বোঝেনা কিছুই ফাঁস দেয় লাল নীল ফিতে চুলে যেমন,তেমনই সামান্য
জটিলতা জানে।
ডুবো সাঁতারের কথা কতবার বলেছি।
বলেছি ভৈরবী মন্দিরে তন্ত্র সাধকের কথা।
ঠিকানাহীন হাওয়ায় ওড়ে ব্যাক ব্রাশ চুল,
হুডখোলা গাড়ির মতো টিশার্টের
উন্মুক্ত বোতাম।
আমার অভ্যাসের সীমান্তে কেবলই ডুগডুগি হয়ে বাজে এক ছন্নছাড়া মন।
কেউ একটা গান এনে দিতে পার ?
সুরের মোহনগঞ্জ তার একটা বসত বাড়ি হোক।