T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় তীর্থঙ্কর ভট্টাচার্য

নতুন বছরের আনন্দ
আজ পয়লা বৈশাখ। সকাল থেকে রুকু চেয়ে আছে সামনের রাধাচূড়া গাছটার দিকে। থোকা থোকা লাল ফুল গুলো ছোটবেলার একটা চাদরের কথা মনে করিয়ে দেয়।
মায়ের কথা মনে পড়ে রুকুর। এই রাধাচূড়া গাছটা ওর মায়ের লাগানো। এই পয়লা বৈশাখের দিনেই গাছটা লাগিয়েছিল মা। মা হারিয়ে গেছে। ছবিটা আছে শুধু দেওয়ালে।
ছোট মা আজ পয়লা বৈশাখের রান্নায় ব্যস্ত। ছোট মায়ের মেয়ে রিনার চোখ এড়াল না রুকুর আনমনা ভাব।
রিনা আর ছোট মা দুজনে মিলে একটা ফন্দি করে নিল আড়ালে।
‘এই রুকু, আমি সেদিন তোর আইসক্রিম খেয়ে ফেলেছিলাম না রে?’ বলে রিনা এসে চমক ভেঙে দিল। রুকু চেয়ে রইল। ‘কি রে দেখছিস কি?’ বলল রিনা। রুকু কিছু বুঝতে পারল না। ছোট মা বলল ‘ এরই মধ্যে ভুলে গেলি? ও তোর আইসক্রিম ফ্রিজ থেকে বের করে খেয়ে ফেলল।’
রুকু কিছুই মনে করতে পারল না। বলল ‘কবে?’
‘থাক আর মনে করতে হবে না, এখন তোর জন্য দুটো আইসক্রিম কিনব, একটা খাবে আর একটা কাল খেও’। বলল ছোটমা। রিনা বলল ‘ এ মা সব ভুলে গেছে।’
মুখ টিপে হেসে রিনা তাকাল মায়ের দিকে। ওর জন্যও একটা আইসক্রিম কেনা হবে আজ। গলির মোড়ের কাছে আইসক্রিম ওলা ডেকে উঠতেই রিনা ডাক দিল ‘ ও কাকু- এই যে এদিকে আমাদের বাড়ি….’