ক্যাফে কাব্যে তুষার ভট্টাচাৰ্য

ভালবাসা নেই

দুঃখী হৃদয়ের তাঁতঘরে কোনও
ভালবাসা নেই
অবজ্ঞা ঘৃণা আর ব্যর্থতার
নুড়ি পাথর, আঘাতের
চিহ্ন লেগে আছে ;
রূপকথা স্বপ্নগুলিও আর বেঁচে নেই
হৃদয়ের চিলেকোঠায়
দুই চোখের পাতায়
শুধু বিন্দু বিন্দু অশ্রু
জমে আছে l

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।