কবিতায় তানিয়া ব্যানার্জী

রবার গাছ
ওটুকু থাক।
বরং নৈশব্দ্যে নোঙর করি।
কাল থেকে আজ অব্দি যেটুকু সঞ্চয়!
তাদের শরীর থেকে স্নেহপদার্থ বাদ দিই,
ঝেড়ে ফেলি ছোটো বড়ো যত আঁচিল
কালো দাগ ইত্যাদি..
তবে পিছিয়ে গিয়ে জমা শব্দ মেপে নেওয়াও জরুরি
যেমন করে তুলাদন্ড আড়াল করে
শিরদাঁড়ায় মেপে নাও তোমার পায়ের তলার মাটি
এবং নাকের দৈর্ঘ্য।
বস্তুত আমরা একই সহাবস্থানে,
শূন্য কলসিতে ধোঁয়া ভরি দিন রাত,
নদী শুকিয়ে মরে, পার জুড়ে দড়ি টানাটানি।