দিব্যি কাব্যিতে তানিয়া ব্যানার্জী

অনিবার্য
আসতে আসতে খসে যাচ্ছে সব,
সব খসে যাচ্ছে এক এক করে।
কপালের বার্নলে পিছলে গিয়ে,
সেদিনই খুলে পড়েছিলো টিকলি খানা।
দুলজোড়া খসেছিলো ভরা মাঘে,
শিরশিরে বাতাস, ভ্রমরের ভোঁ ভোঁ আর চোরাগোপ্তা হাওয়ার বেমক্কা ঝাপটায়।
আমি তখন উদাসীন..
নিমকাঠি গুঁজি আর গান্ধারী চোখে নিজেকে সাজিয়ে নিয়েছিলাম।
তারপর বাধ্যতামুলক ঋতুবৈচিত্রের মত
একে একে সাতনরী হার, কোমরবন্ধন, আংটি..
এখন ঘোর অমাবস্যা..
আমি ছেঁড়া শাড়ি, নোয়া আর চটে যাওয়া সিঁদুরে গুছিয়ে রাখছি আমার অকাল ভবিতব্য।