সাতে পাঁচে কবিতায় তুষার আচার্য্য

ভালোবাসা
তুমি মানেই ভালোবাসা
ছোট আশা, কিন্তু গভীরতা তার অপার।
ডুবে থাকি সেথা, মনে প্রাণে আকণ্ঠ পিপাসা।
তুমি মানেই ভালোবাসা।
দ্রাঘিমার পথ ধরে উপবৃত্তাকারে
ভাবনার কলোরবে, মনন নীরবে, চুপকথার দেশে
ভেসে ভেসে আবীর খেলা তোমার কাছে এসে।
রঙিন মনের ফানুশ ওড়ে, স্নায়ুর মেলায়, প্রতি রন্ধ্রে।
প্রেম এঁকে দাও তুমি প্রতিক্ষণে।
বাঁচিয়ে রাখো তোমার তুমিকে তোমার পরশে।
অবিরাম হরষে।
জেগে থাকে অপরিসীম আশা।
আমার প্রাণের চিরন্তন তুমি,
তুমি মানেই ভালোবাসা।