T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন তরুণ আঁকুড়ে

উদাসি বসন্ত

বসন্ত আসে বসন্ত যায়
চৈত্রের হিমেল হাওয়ায় ওড়ে বসন্তের ঝরা পাতা।
ওদিকে গাছের মরা গালে বিচিত্র সব ফুলেরা হাঁসতে থাকে !
পাতা খষিয়ে ফুলে ফুলে সেজে ওঠে গাছেরা
উড়ো চিঠির মত কিশলয় দেখা দেয় এরপর।
পাখিদের গানে ভরে ওঠে ভোরের মিঠে বাতাস ,
মনটা কেমন খারাপ খারাপ হয়
সব থেকেও কেমন একা মনে হয়
বসন্ত কেমন উদাসি,
একা,
কেমন নির্জন ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।