দিব্যি কাব্যিতে তুষার আচার্য্য

কুয়াশা
মনের ভিতর স্বচ্ছ কাচের দেওয়াল
লেখা যায় তাতে, সামান্য আঙুলের ডগায়
ফুটে ওঠে চালচিত্র, মনের কথা,
পাওয়া, না পাওয়ার রেখাচিত্র।
ভেসে ওঠে প্রিয় মুখ। হাসি মুখ।
অনাবিল আনন্দ।
ভার্চুয়াল রিয়্যালিটির মতই ঘাম ঝরে।
ভিজে যায় কাচের শিলালিপি।
কুয়াশায় ঘিরে থাকে মন।
আনাচে কানাচে অসংখ্য স্মৃতি।
আঁধারেও হাতড়ে বেড়াই তোমার পরশ।
ভেঙে যায় দেওয়াল। কুয়াশা হয় ঘন।
অদৃশ্য হয় মৃত দেহ।
সেখানেও তুমি আমি।