দিব্যি কাব্যিতে তুষার আচার্য্য

উড়ান
আলোর পথে উড়ে যাব,
নিজের কায়া দেখতে পাব ।
ছায়ার সাথে কথা কবো,
ভাঙব নিরবতা।
দেখাবো স্বত্বা, শোনাব বার্তা,
চিনবে এই ধরা।
সবুজতার পরশ দিয়ে
ঢাকবো মরুর খরা।
তোমার তরে জীবন চলে
তুমি এসো এই বাতাসে
শিরায় জ্বালো লক্ষ আগুন।
উড়ব আমি আকাশ ফুঁড়ে
তুমি জোয়ার বইবে জোরে
হোক বরসা কিংবা ফাগুণ।
খেলব আলোর রঙিন হোলী।
রামধনুর মেলা বসাবো
দেখবে, জ্বলবে, ফুলবে শহরতলী।