দিব্যি কাব্যিতে তুষার আচার্য্য

বেনু – রতি
কৃষ্ণ তুমি ফিরে এসো
ফিরে এসো মোদের গাঁয়
আমি রাধা নদীর পাড়ে
নীল আকাশে কৃষ্ণ ধাঁই।
যখন বাঁশী বাজাও সুরে
মন ভেসে যায় যমুনা তীরে
ভাবি বসে আজও কলসি কাঁখে
ফিরবে তুমি আমার কাছে।
সাঝ সকালে কালোর পানে
ছুটে চলি আমি বাঁশীর গানে
কানুর দেখা নাই নয়নে
চোখ মুদিলে আমার সনে।
সুবাস যেন মদির নেশা
পরশে কেন এত অবহেলা।
কদম তলে আমার বাসা
কৃষ্ণ আমার, আমি রাধা।