ক্যাফে কাব্যে টগর

ঘর
তুমি আদৌ জানো? আজ কতদিন
আমি জেগে ছারখার?
জেগে জেগে গড়ে গেছি খড়কুটো ঘর
টুকিটাকি ইষ্টক অসম পলকে
জানা সব, তাও কেমন হাতড়ে ফিরে
ভাঙনেরা ঘরজুড়ে থেকে গেছে প্রাণপনে
আমিও তো মেপে থেকে গেছি তেমনটি
দুদন্ড পাতা লেগে না যেতেই
পাতাজুড়ে ভীড় করে আসে কত কত ঘর
যার সবটাই আমি বড় ভালো জানতাম একদিন ঘরে ঘরে ও তার আরো কিছু ‘পরে
কেবল ফিরে আসে।ফিরে আসে বাতিলের স্মিতহাস্যে
কত কত নির্বিকার নিস্প্রভ
একদা দাবানলসম কিছু দাবিদাওয়া
কালে কালে যারা ঘর হয়ে গেল
ঘর হল, তবু শুনি ওরা আজো ঘরছাড়া
ওরা সুখে কালস্রোতে
বহুদূরে ভেবে নেয় খড়কুটো ঘর।