দিব্যি কাব্যিতে তথাগত চক্রবর্তী

মেঘবালিকা
মেঘবালিকা, তোমার চোখের
কালো কোথায় পেলে
— সারাজীবন আমি তো এক
মুখ লুকানো ছেলে…
মেঘবালিকা তোমার ঠোঁটের
গোলাপ হতে চাই…
— অনুভবে তোমায় যেন
নতুন করে পাই…
“নৃত্য তোমার মুক্তির রূপ”
নৃত্য জীয়নকাঠি…
স্বভাব যেন ঠান্ডা করা
যেন শীতলপাটি…
মেঘবালিকা তোমার ঘরের
চাবিটি কার হাতে!
— দাঁড়িয়ে আছি একলা পথিক
সরল ধারাপাতে…
মেঘবালিকা তোমার হাতের
স্পর্শে কারা বাঁচে?
কাদের প্রাণে তোমার ছোঁয়ায়
নতুন বাদ্য বাজে…
মেঘবালিকা তোমার আধার
কোন শাড়ি কোন সূতো?
— দাঁড়িয়ে আছি একলা পথিক
চাল চুলো দুই মুঠো…
মেঘবালিকা তোমার ঘুমে
কোন জাদুকর আসে…
স্বপ্ন দিয়ে সাজায় জীবন
তোমার বালিশ পাশে…
মেঘবালিকা তোমার খাতায়
একটি পাতা রেখো…
লিখবো তাতে মনের কথা
পারলে পড়ে দেখো..