কবিতায় পদ্মা-যমুনা তে শব্দচাষী উইলসন
by
·
Published
· Updated
স্মৃতির অগোচরে
অসম্ভব স্মৃতিগুলোকে দুহাতে
আগলে রেখেছি-
সম্ভাব্য সকল স্বপ্নকে হত্যা করেছি
অলিখিত কবিতার পান্ডুলিপিতে।
জানি বসন্ত আসবে একদিন
রাজহংসের মাথায় চড়ে-
হয়তো সেদিন ভালোবাসার অপেক্ষায়
পৃথিবী কাঁদবে অঝরে
একটি সুগন্ধি ফুলের আকাঙ্ক্ষায়।
জলের কণায় শিশির বিন্দু হলদে হবে
তোমার পায়ের আলতো ছোয়ায়
জীবন বোধ জাগ্রত হবে সূর্য বিদ্যায়
নিভে যাওয়া বাতিঘর জ্বলে উঠবে
আকাশ ভাঙ্গা তীব্র বজ্রপাতে!
অন্ধ হবে দু-চোখ বিভৎস আলোর নৃত্যে
তখনো দু’হাত চেনে নেবে আমার
তোমার স্নিগ্ধ মুখের শ্রী বৈভব।
আগলে রাখা স্মৃতি ফিরে পাবে পান্ডুলিপি
যা আজও রয়ে গেছে অলিখিত-
সকল স্মৃতির অগোচরে।