বাপ পায় না মরার আগে এক ফোটা যার মুখে জল,
মা এখনো হাড়িতে যার ফোঁটায় চাওয়া পচা চাল।
এখনো যার ঝড় তুফানে মাথা বাঁঁচাতে ঠাঁই স্কুল ঘর।
যাকে এখনো খাদ্যাভাবে শুনতে হয় মিনসে তুই মর।
তাকেই ওরা শোনায় আজ পাঁচশো বছর আগের কষ্ট কাল,
কে কিভাবে ঘষে ছিল প্রো প্রো দাদু-ঠাম্মার গায়ে ঝাল!
এ তো গল্প নয় কল্প বিষ, ঢুকলে শিরায় দুঃখ আড়াল,
সাবধানে তাই হিসাব কষে করছে পুশ হুলো বিড়াল।
বোঝা বুঝির সময় নেবে না জেনেই ওরা নাড়ছে কল,
গল্প শুনেই দেখি তাই রক্ত ফোঁঁটায় চ্যাংড়ার দল।
মরছে তাতেই পালকে পাল, সমাজ জীবন করছে বেহাল,
সুযোগ বুঝে মিচকি হেসে আখের গোছায় ব্যস্ত দালাল।
বদল নয় বদলা চাই
পথে মুমূর্ষু কেউ দেখলে আমি ঘুরিয়ে চোখ রাস্তা পাল্টাই;
রক্ত আমার সহ্য হয় না মোটে, তাই ওসব যে ভাই এড়াই,
পাশের বাড়ি হলে মারামারি ভয়ে আমি খিড়কি লাগাই;
ভাই-ভাইয়ে লাগলে লড়াই বাড়িতেই বসে আমি চৌকি বাজাই।
দাঙ্গা হাঙ্গামা দেখলে যে ভাই, পিলে আমার চমকায়,
আমিই আবার পেলেই সুযোগ দাঙ্গাতে লোক উসকাই।
ধর্ষিতার চিত্কার শুনে আমি কানে তুলো গুঁজে পালাই,
প্রত্যক্ষ দর্শী হয়ে সাক্ষী দেওয়ার কথা শুনে, হাঁটু আমি কাঁপাই।।
আমি রোজ জোর গালি পাড়ি সম্পদ অসম বাটা’য়।
অভাবে চায় যদি কেউ কিছু দিতে, মোর জান যাই যাই।
সামাজিক কোন কাজেই যেতে আমি পাই না সময়,
অথচ গলা ছেড়ে বলি আমি ওরা ভন্ড ছাড়া কি! যারা সেবায় সমর্পিত স্বেচ্ছায়।
গুষ্ঠি উদ্ধার করে দিই আমি, পরিষেবা ঠিক ঠাক না মেলা’য়;
আমি মাঝে মাঝেই নেতাদের খিস্তিয়ে নির্বাসনে পাঠাই।
আবার নেতা দেখলেই আমি, ছুটে গিয়ে সঙ্গে আছি বোঝাই,
আমি রং ঢং বুঝি না যে ভাই, সোজা কথা হওয়া বুঝে নিজেকে ঝোলাই।
বলি আমি অতি সহজেই, যার বাবা আছে ঢের, সে তো বিকাতেই পারে সস্তা’য়,
আমি তো বাবা সারাদিন ঘুরি রাস্তায়, খুঁজি সুখ শুধু যে টাকার বস্তা’য়।
আমি রাজনীতি বুঝি না মোটে, আমি ভাই ওসবের সাতে পাঁচে নাই,
শুধু লাগলেই যুদ্ধ, হঠাত্ করেই দেশ ভক্তি আমার চাগা’য়।
আমি ঘরে বসে’ই শুধু দেখাই দমক, সামনেতে গেলে সব ফুরায়।
আমি সুযোগ পেলেই, ফোড়ন মেরে ওদের বোঝাই,
উথলেছে মোর দেশ দরদ আজ, দেখবি তোরা আয়;
গর্জে উঠে বোঝাতে চাই,
আপস নয় চুক্তি নয়-
বদল নয় বদলা চাই।।