মার্গে অনন্য সম্মান শ্রীস্বদেশ সাধক সরকার (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৮৩
বিষয় – সংযোগ
একা একাদশী
পৃথিবী আজ বড় ধূসর বিবর্ণ
সীমাহীন যন্ত্রণা সুখের বাসা
প্রেমের আস্তরণ, যোগাযোগ ~
লাভ লোকসানের খাতা নিয়ত
আকেরে পুঁজির দাপট ভাগ কর
দুনিয়া, সব সম্পদ মুষ্টিমেয়র
লালসা ভোগের পণ্য নাও লুটে
ছিঁবড়ে কর যৌবন, রসহীন বসুধা
যোগাযোগ হীন ধূসর মরুভূমি,
সাড়া শব্দহীন কঙ্কালের উন্মত্ত
নাচন।
কে দেবে যোগ, কার যোগাযোগ
বিয়োগের বড় বিবরণ,কেউ দেয়
না সাড়া,সব একা একা, এই বেশ
ভাল আছি ভার্চুয়াল ছবি ,যোগাযোগের
অপুর্ব ঠিকানা ।
নেই রাণার, নেই চিঠি, নেই হাঁকডাক
আসে না দরজায় আত্মীয় স্বজন,
যায় না বাজার-অনলাইন – বড় আপন ,
দুয়ারে বাজে ফোন,বাকহীন সংলাপ
শুূধু দেয়া নেয়া ব্যবসা, রুজির জীবন~
হারান আত্মীয়তা, হারান সে কথাবার্তা
সুখ দুঃখের কথা ,কোথায় আলাপী
মনন,কোথা সে সম্ভাষণ, মধুর বচন
যোগাযোগ কোন এক বিমূর্ত ছবি
খুঁড়ে খায় সমাজ জীবন, রসহীন
মূল্যহীন মানব সভ্যতা টালমাটাল ,
যোগাযোগ বিহীন পূঁজির ব্যবসা
সম্পর্কের অবসানে প্রধান ভূমিকা
ভয়াল সে ছবি দেয় হানা, ভাঙ্গে
সেতু,যোগ বিয়োগের খেলা ভাগ
হয় দুই পাড়,ভাগের খেলা কমে
সংখ্যা, ভাগ বাঁটোয়ার অঙ্কে
যোগাযোগ হিংসার উন্মত্ত লীলা,
ধীরে ধীরে সড়ে দাঁড়ায় সব,সে এখন
মরচে পড়া আস্তরণ ,রাস্তার ধার ধরে
হাঁটে, কেউ তাকায় না,সে বড় একা ,
বড় নির্জন তপোবন ,একা একা
একাদশী হাঁটে পূর্ণিমা চাঁদের
সুধা সবুজ বনানী শান্তির অমৃত
বাণী পুরাতনী প্রেমে ।