মার্গে অনন্য সম্মান শ্রীস্বদেশ সাধক সরকার (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার 

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৬০
বিষয় – দোসর/সুখী গৃহকোণ / সমর্থন / জন্মাষ্টমী

ঘেরাটোপ

ঘর আর সংসার -সময় সময় অনেকেই
বলে থাকেন সব অসার অথচ নিয়ম বা
অনিয়ম যাই বলুন না কেন প্রজন্মকে রক্ষা
করতে সেই জীবনশৈলীই সুখী গৃহকোণের
অনন্য কারিগর বলে আজও সমাদৃত হয়।
ঘেরাটোপের মাঝে জীবনযৌবনের জীবন-
– তৃষা মননের অভ্যন্তরে কত বৈচিত্রের
রূপ লাবণ্যে কত রঙিন নক্সা নিয়ত
প্রতিবিম্বিত হয় যা নিয়ে সুখী গৃহকোণের
স্বপ্ন সবার জীবনেই আবর্তিত হয়।
নক্সা তো বদলান যায়,ঘর বদলান যায় কিন্তু
সংসার ভাঙলে তখন সুখী গৃহকোণের দেয়াল
হয় ধূসর,সন্ধ্যার তুলসীতলায় যে প্রদীপ
শিখা জ্বলত তা তো এক ধ্রুবতারা কিন্তু সে
আর সুখতারা হয়ে ভোরে উঠে না।
তবুও সুখী সংসার,সুখী দাম্পত্য,সুখী
জীবনযাত্রার পদযাত্রীরা আজ ও পদাতিক
হয়ে হেঁটে চলে।
সুখী গৃহকোণ যে কি,কেমন তার অবয়ব বা
আকৃতি বা অবকাঠামো বা পরিকাঠামো টা
কেমন -তা,আজ ও অধরা।
তাই তো কথা আছে না~সুখের লাগিয়া
এ ঘর বাঁধিনু,সখী অনলে পুড়িয়া গেল”,~
এ এক স্বপ্নময় স্বপ্নীল মেঘমালার সাদাতুলোর
পেঁজা দেখতে কত সুন্দর কিন্ত শুধুই
ভাসমান ~ঠেক আর খায় না।
দেখতে কত ভাল~যেন সুখী গৃহকোণের
এক প্রচ্ছায়া।
কিছুই ছিল না যার,সব হল তার। ভাল বর ,
ভাল ঘর,ভাল চাকরি,গাড়ি ~মানে,এককথায়
সর্বাঙ্গসুন্দর বলতে যা বোঝায় সব। সন্তান~
সন্ততি। দু-জনের চাকরি।
তারপর,ডিভোর্স। সুখী গৃহকোণে এখন
দারুণ সংকটে~কেউ বলে স্বাধীনতা,কেউ
বলে পরম সুখবিলাসী,কেউ বা আবার
অতৃপ্তি।
তাই,মনোবিশেষজ্ঞ। কিন্তু কিছুই হয় না।
আইন,আদালত~এ এক ছন্নছাড়া জীবনের
পরম পিপাসা যা সুখী গৃহকোণের অন্তরায়
শুধু না,সমাজ,জীবন,সংসার আজ জন্ম
দিচ্ছে সিঙ্গল মাদার/ফাদার,লিভ টু-গেদার,
সারোগেটেড মাদার অথবা একক জীবন।
সুখী গৃহকোণ ~এখন ইট,বালি,চুন,সুড়কি
সিমেন্টের পাকাপোক্ত সংমিশ্রণ নয়~এ এক
রঙিন গৃহকোণে সুন্দর প্রতিচ্ছবির নানান
আলপনার নান্দনিকতা নয়,এ এক ধূসর,
পড়ন্ত বিকেলের অস্তরাগের ফটোকপি যা
দেখলে সকলের মনে পুলক জাগে কিন্তু তা
না হয়ে ডুবন্ত সুর্যের না উঠা এক সকাল যা
ঘন অন্ধকার তমসাময় রাত্রি,শুধুই সুখী
গৃহকোণের ঘেরাটোপে লাট্টুর মত ঘুরপাক
খায় আর ভাড্ডা খেলায় সুতোর লতি হতে
বিচ্যূত লাট্টু ঘুরপাক খেতে খেতে ছিটকে
বেড়িয়ে যায়~থৈ আর পাই না।
সত্যিই ,সুখী গৃহকোণ তুমি আজ বেশ এক
অস্বস্তিকর পরিবেশে প্রকৃতি দূষণের মত
পরিবেশকে ভাবতে বলছ।
তাই কি!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।