দিব্যি কাব্যিতে সেখ সামিনুর রহমান

মনে করো পৃথিবীতে
অনেক অনেক বছর আগে
পৃথিবীতে তখন ও প্রানের সৃষ্টি হয়নি
পৃথিবী ছিল পাক-পবিত্র
পুরোটা সাজানো জান্নাত।
আমি সেই পৃথিবীকে দু-হাতে ছুঁয়েছি দেখেছি
হঠাৎ আকাশ থেকে উল্কার মর্তলোকে পতন
পরে জ্ঞান ফিরেছে যখন, তখনও তুমি আমার পাশে আসোনি।
আ্যক্টিভলিষ্টে পড়েছিলে সারা দুপুর,
কে জানে তুমি কার সাথে আড্ডা জমিয়েছিলে দু দিনের মতো,
আমি শুন্য পৃথিবীর কথা ভেবেছি নিজেকে অতি
প্রাচীন ভেবেছি
পৃথিবীতে প্রানসৃষ্টি হয়েছে নতুন করে
তুমি সেই প্রানের সাথে
গেছো মিশে।
তোমার পৃথিবী তে আমি আজ ও
ডাইনেসরের মাথার ওপর বসে থাকি তোমাকে দেখাবো বলে।
মনে করো পৃথিবীতে তুমি আর আমি ছাড়া
নেই আর কেউ
নির্জন এই ভুবনে তুমি ছাড়া আমাকে আর
দেখবে না কেউ।