কবিতায় বলরুমে স্মৃতি শেখর মিত্র

খিলাড়ি
ঘরের ভেতর আমি ফিরলাম
অনাগত এক আশঙ্কা নিয়ে
কতখানি ভালবাসা অর্জিত হলো
কতটাই বা হারালাম সেই খোঁজে
কেটে যায় সারা দিনমান।
চতুর শিকারির মতো হতে পারিনি কোনদিন; অতর্কিতে হানা দিয়ে কখনও করিনি শিকার।
হাত দুটি সদা সতর্ক করে এঁকে চলেছি মুহূর্তকে এক ভালবাসার রঙ্গিন তুলিতে। জীবন মানে তো শুধুই খেলা ময়দানের আখড়ায়।
কসরত করে হয়তো হেরেই গেলাম নতুবা জিৎ হলো আমারই। জীবনের খেলাতে
আমরা সবাই এক একজন চতুর
খিলাড়ি।