কবিতায় শ্যামাশীষ জানা

ঘুমন্ত জিরাফ
ভাঙতে পারিনা তোমায় এতটুকু
কৃষ্ণগহ্বরের অন্ধকারের মত কঠিন
অদৃশ্য এক প্যারাসুটে মহাকাশ থেকে তুমি নেমে এসে
প্রজাপতি হয়ে উড়ে বেড়াও, মধু চয়ন করো
কিন্তু পৃথিবীর সমস্ত ফুলে এখন শুধুই বিষ !
সেই বিষ পান করে
তুমি একটি অদ্ভুত জিরাফ হয়ে গেলে
যার গ্রীবাটি লম্বা হতে হতে একসময় আকাশ ফুঁড়ে
একে একে ধূমকেতু, নীহারিকা, নক্ষত্ররাশি সব্বাইকে খেয়ে ফেলল
তারপর চারপাশে আবার ঘোর অন্ধকার
নতুন ভোর নেই
সময় স্তব্ধ হয়ে শুয়ে আছে
তবে এই সভ্যতার কি হবে ?
তখন পৃথিবীর সমস্ত কুমারী মেয়েরা একে একে উড়ে গেল মহাকাশে
তারা উন্মুক্ত করল নিজ নিজ বক্ষ
সেই স্তনবৃন্তরা নক্ষত্র আর বিভিন্ন ধূমকেতু হয়ে
ছড়িয়ে দিল আলো
আবার মধু ফিরে এল পৃথিবীর সমস্ত ফুলে
কারণ, তারাও পেয়েছে কুমারী স্তনের আলো
অদ্ভুত এক জিরাফ আমার মধ্যে প্রবেশ করে চুপচাপ ঘুমিয়ে পড়ল!
অনন্তের সাথে কথা বলার সেটাই সঠিক সময়।