কবিতায় বলরুমে শ্রাবণী সেনগুপ্ত

স্রোতস্বিনী
পুড়ে যাওয়া চিতাকাঠ
ধিকি ধিকি আগুন
কোথায়,কোথায় আজ
ফুলে ভরা ফাগুন!
উড়ন্ত ছাইয়ের সঙ্গে
হতাশা হুতাশে
ঘিরে আছে চারদিক
ধোঁয়াশার ত্রাসে।
মান আর হুঁশ নাই
তবুও মানুষ
শয়ে শয়ে শত শত পিপিলিকাভুক।
ধিক্কার,হাহাকার-
শববাহী শব হয়ে যায়।
নীলচে সবুজ চোখ
প্রাণপণ চেষ্টায়
ক্ষীণ এক স্রোতস্বিনী বয়ে যায়।