কবিতায় বলরুমে শিপ্রা সিংহরায় চন্দ

প্রার্থনা
অক্ষয় থাক আমাদের বন্ধুত্ব
অক্ষয় হোক সব স্মৃতি
অক্ষয় থাক ফুল নদী পাহাড়
অক্ষয় থাক প্রীতি
অক্ষয় থাক যতো মাধূর্য
ক্ষয় হোক যতো সংগ্রাম
অক্ষয় থাক সবার শৌর্য
অক্ষয় হোক তব সুনাম
ক্ষয় হোক যতো দুঃখ কষ্ট
অক্ষয় হোক শান্তি
অক্ষয় হোক যতো ভালোবাসা
দূর হোক যতো ক্লান্তি!!
ক্ষয় হয়ে যাক যতো মলিনতা
ক্ষয় হোক যতো ধ্বংস
অক্ষয় হোক মানব চেতনা
অক্ষয় থাক চাঁদ সূর্য
আমাদের বসুন্ধরা
ক্ষয় হয়ে যাক নগ্ন ধারনা
বেঁচে থাক শুধু ধৈর্য্য!!!