কবিতায় সুকন্যা সাহা

ঘরে বাইরে
সেই সে প্রথম গন্ডী পেরোনো
সেই সে প্রথম দেশ
বাইরের ঘরে বসত যে সভা
মনে আছে নিখিলেশ ?
দেশ মানে তখন দেউড়ির বার
দেশ মানে চরাচর
স্বদেশের টানে বিলিতি পণ্য
পোড়ানোও তারপর !
সে সব দিনে অসহযোগে
সন্দীপ ছিল পাশে
মিথ্যে মোহের বাঁধন ছিল
বাতাসে, ফিসফাসে
কি এক যেন ঝোঁকের মাথায়
উড়িয়েছে সংসার
স্বদেশিয়ানার যূপকাষ্ঠে
বলিদান বারবার
বিমলার মতো মেয়েরাও নাকি
সহিংস হয়ে ওঠে
প্রেমের আগুনে তারাও নাকি
আহুতি দিতেই ছোটে !
আগুন জ্বলা শেষ হয়ে গেলে
পড়ে থাকে শুধু ছাই !
সন্দীপেরা খালি পোড়াতেই আসে
বিমলার লজ্জাই !